সেবাপ্রদান পদ্বতিঃ- সহকারী ব্যবস্থাপক টেলিকম, বিটিসিএল, খাগড়াছড়ি এর কার্যালয়ে আবেদন করতে হবে।
প্রয়োজনীয় কাগজ পত্র এবং প্রপ্তিস্থানঃ-
১। আবেদন পত্রটি বিটিসি এল এর ওয়েবসাইট কিংবা সহকারী ব্যবস্থাপক টেলিকম, বিটিসিএল, খাগড়াছড়ি এর কার্যালয়ে পাওয়া যাবে ।
২।পুর্বের চাহিদাপত্রের ফটোকপি ৪ কপি।
৩। বকেয়া নাই মর্মে রাজস্ব অফিসের প্রত্যায়ন পত্র।
৪। জাতীয় পরিচয় পত্র বা পাসপোর্টের ফটো কপি ।
৫। নাম পরিবর্তনের ক্ষেত্রে নোটারী পাবলিকের প্রত্যয়ন।
ফী / চার্জ ঃ- স্থানান্তর ও পুনঃ সংযোগ ফি বাবৎ ৩৪৫/- (১৫% ভ্যাট সহকারে)।
প্রয়োজনীয় সময়সীমাঃ- সাম্ভাব্য ক্ষেত্রে ১ দিনের মধ্যে চাহিদাপত্র দেওয়া হবে। চাহিদাপত্র পরিশোধের ৩ দিনের মধ্যে স্থনান্তর কাজ সম্পন্ন করা হবে।
দায়ীত্ব প্রাপ্ত কর্মকর্তাঃ- সহকারী ব্যবস্থাপক টেলিকম,বিটিসিএল, খাগড়াছড়ি, টেলিফোন নং- ০৩৭১-৬১৭১১, মোবাইল নং-০১৫৫৪৩২১৮০৭, ই- মেইল ঠিকানা- mdomarkhan01@gmail.com
আপিলকারী কর্তৃপক্ষঃ- উপ মহা ব্যবস্থাপক টেলিকম, বিটিসিএল, রাঙ্গামাটি। টেলিফোন নং-০৩৫১-৬২০৩৩,
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস