Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
টেলিফোন সংযোগ প্রদান
বিস্তারিত

সেবা প্রদান পদ্বতি
সহকারী ব্যবস্থাপক টেলিকম, বিটিসিএল ,থাগড়াছড়ি এর কার্যালয়ে আবেদন করতে হবে। চাহিত ঠিকানায় টেলিফোন সংযোগ প্রদান সম্ভব হলে চাহিদা পত্র পরিশোধের পর প্রদান করা হবে।

প্রয়োজণীয় কাগজপত্র ও প্রাপ্তিস্থান
১) আবেদন ফরম টি বিটিসিএল এর ওয়েবসাইট কিংবা সহকারী ব্যবস্থাপক টলিকম, বিটিসিএল, খাগড়াছড়ি এর কার্যালয় থেকে পাওয়া যাবে।
২) ব্যক্তিগত গ্রাহকের ক্ষেত্রে ৪ (চার) কপি পাসপোর্ট সাইজ ছবি।
৩) জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের ফটোকপি।
৪) কোম্পানী বা ব্যবসা পতিষ্ঠানেরক্ষেত্রে ট্রেড লাইসেন্সের ফটোকপি।

সেবার মুল্য এবং পরিশোধ পদ্বতি ( সকল চার্জে ১৫% ভ্যাট প্রযোজ্য।
টেলিফোন সংযোগ ফি-৩০০/- জামানত- ৩০০/-।  কলচার্জ - টেলিফোন টু টেলিফোন (আন লিমিটেড) মাসে ১৫০ টাকা , যে কোন মোবাইল অপারেটরে  ৫২ পয়সা / মিনিট যে কোন সময়ের জন্য। টেলিফোন সেট গ্রাহক ক্রয় করিবেন।

সেবা প্রদানের সময় সীমা
সম্ভাব্য ক্ষেত্রে চাহিদাপত্র পরিশোধের ২ (দুই) দিনের মধ্যে সংযোগ প্রদান করা হবে।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা
সহকারী ব্যবস্থাপক টেলিকম, বিটিসিএল, খাগড়াছড়ি, টেলিফোন নং-০৩৭১-৬১৭১১, মোবাইল নং-০১৫৫৪৩২১৮০৭, ই- মেইল ঠিকানা- mdomarkhan01@gmail.com