সেবা প্রদান পদ্বতি
সহকারী ব্যবস্থাপক টেলিকম, বিটিসিএল ,থাগড়াছড়ি এর কার্যালয়ে আবেদন করতে হবে। চাহিত ঠিকানায় টেলিফোন সংযোগ প্রদান সম্ভব হলে চাহিদা পত্র পরিশোধের পর প্রদান করা হবে।
প্রয়োজণীয় কাগজপত্র ও প্রাপ্তিস্থান
১) আবেদন ফরম টি বিটিসিএল এর ওয়েবসাইট কিংবা সহকারী ব্যবস্থাপক টলিকম, বিটিসিএল, খাগড়াছড়ি এর কার্যালয় থেকে পাওয়া যাবে।
২) ব্যক্তিগত গ্রাহকের ক্ষেত্রে ৪ (চার) কপি পাসপোর্ট সাইজ ছবি।
৩) জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের ফটোকপি।
৪) কোম্পানী বা ব্যবসা পতিষ্ঠানেরক্ষেত্রে ট্রেড লাইসেন্সের ফটোকপি।
সেবার মুল্য এবং পরিশোধ পদ্বতি ( সকল চার্জে ১৫% ভ্যাট প্রযোজ্য।
টেলিফোন সংযোগ ফি-৩০০/- জামানত- ৩০০/-। কলচার্জ - টেলিফোন টু টেলিফোন (আন লিমিটেড) মাসে ১৫০ টাকা , যে কোন মোবাইল অপারেটরে ৫২ পয়সা / মিনিট যে কোন সময়ের জন্য। টেলিফোন সেট গ্রাহক ক্রয় করিবেন।
সেবা প্রদানের সময় সীমা
সম্ভাব্য ক্ষেত্রে চাহিদাপত্র পরিশোধের ২ (দুই) দিনের মধ্যে সংযোগ প্রদান করা হবে।
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা
সহকারী ব্যবস্থাপক টেলিকম, বিটিসিএল, খাগড়াছড়ি, টেলিফোন নং-০৩৭১-৬১৭১১, মোবাইল নং-০১৫৫৪৩২১৮০৭, ই- মেইল ঠিকানা- mdomarkhan01@gmail.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস